ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের খেতাবপ্রাপ্ত ৭ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
বাগেরহাটের খেতাবপ্রাপ্ত ৭ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

বাগেরহাট: বাগেরহাটে খেতাবপ্রাপ্ত সাত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে বাগেরহাট ফাউন্ডেশন।  

প্রতিষ্ঠানটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের এসি লাহা মিলনায়তনে এই আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।  

এসময় বক্তব্য দেন- শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমূখ, মুখার্জী রবীন্দ্রনাথ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- বীর উত্তম লিয়াকত আলী খান, বীর বিক্রম খিজির আলী, বীর প্রতীক মোস্তফা কামাল, বীর প্রতীক আবুল হোসেন, বীর প্রতীক মোহাম্মদ হোসেন, বীর প্রতীক আলী আহম্মদ খান, বীর প্রতীক শহীদ এনামুল হক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।