গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকের সহকারী নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে খাড়াজোড়া ব্রিজ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন জানান, দুপুরে গোয়ালবাথান এলাকা হয়ে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী একটি বাস ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকের সহকারী হাবিব বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসের এক নারী যাত্রী আহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরএস/আরবি