ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি এলাকায় কবর সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আশিক মিয়া উপজেলার কলাকান্দি এলাকার আফজাল মিয়ার বড় ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে আশিক জীবিকার তাগিদে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন রাত থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরে শনিবার দুপুরে পুকুরের পানিতে আশিকের মরেদহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়। এ সময় তারা অটোরিকশাটি নিয়ে যায়। আমরা হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ করছি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এএটি