ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জানুয়ারি ২০, ২০২৪
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি

ঢাকা: নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি অবিলম্বে এসব সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সহিংসতার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা সরকারের প্রতি এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, ঝিনাইদহ, পিরোজপুর, মাদারীপুর, কুষ্টিয়া, লালমনিরহাট, কুমিল্লার দাউদকান্দি, ঠাকুরগাঁও, গাইবান্ধা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে। অনেক স্থানে কিছু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এখনও কোনো কোনো স্থানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন পদক্ষেপ নিলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।

তারা আরও বলেন, নির্বাচনে ও রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ধর্মের ব্যবহার বন্ধ হয়নি। যার পরিণতিতে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে এ অবস্থা চলতে পারে না।

এ সময় তারা বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এবং ৫ম বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

সাংবাদিক বাসুদেব ধরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নিমচন্দ্র ভৌমিক, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, পূরবী মজুমদার, রমেন মণ্ডল, শ্যামল রায়, কিশোর রঞ্জন মণ্ডল, বিপ্লব দে, ব্রজ গোপাল দেবনাথ, প্রাণোতোষ আচার্য্য শিবু, তাপস কুঠু, গোপাল সরকার, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, দিপালী চক্রবর্তী, বিনয় ঘোষ বিটু, শ্যামলী মুখার্জী, গিরিধারী সাহা, পরিমল ভৌমিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসসি/ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।