ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে অতিরিক্ত চাল মজুদ রাখায় আড়তদারের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
বেলকুচিতে অতিরিক্ত চাল মজুদ রাখায় আড়তদারের জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত চাল মজুদ রাখায় দাদা চালের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার সমেশপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, পুলিশ বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে ওই আড়তদারকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত পরিমাণের বেশি চাল মজুদ করলে তাকে জরিমানার আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।