ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জলঢাকা পৌরসভার মেয়র বাবলুর দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জানুয়ারি ২০, ২০২৪
জলঢাকা পৌরসভার মেয়র বাবলুর দাফন সম্পন্ন

নীলফামারী: নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে।  শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জলঢাকা স্টেডিয়াম মাঠে প্রথম নামাজে জানাযা এবং বিকেল সাড়ে ৪টায় তার গ্রামের বাড়ি উত্তর কাজিরহাটে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে তিনি পৌরসভার সতীঘাট এলাকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাড়িতে ওঠার সময় মেয়র বাবলু মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার এই অকাল মৃত্যুতে নবনির্বাচিত এমপি সাদ্দাম হোসেন পাভেল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ