বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে ২০ কেজি গাজাসহ নোমান সরকার (২৩) ও রাকিব ভুইয়া (২০) নামে দুই মাদককারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাড়ফা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন রামপাল উপজেলার সিঙ্গারবুনিয়া এলাকার হামিম সরকারের ছেলে নোমান এবং লক্ষ্মীপুর রায়পুর দালাল বাজার এলাকার ফরিদ ভুইয়ার ছেলে রাকিব।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক দুই মাদককারবারির নামে মামলা দায়েরের আগে মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরআইএস