ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

তোপখানা রোডে মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড, তিনজন উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
তোপখানা রোডে মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড, তিনজন উদ্ধার

ঢাকা: রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়ায় আটকে পড়া নারীসহ তিনজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।  

তিনি বলেন, মেহেরবা প্লাজার ১৬তলা ভবনের ১৫তলায় আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ একজন নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।