ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডোম-ইনোর এমডি আবদুস সালাম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, জানুয়ারি ২১, ২০২৪
ডোম-ইনোর এমডি আবদুস সালাম গ্রেপ্তার

ঢাকা: প্রতারণার অভিযোগে আবাসন প্রতিষ্ঠান ডোম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বাংলানিউজকে বলেন, আদালতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামের বিরুদ্ধে ১৩৬টি প্রতারণার মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও জারি করেন। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে রোববার সকালে চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতারণার মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।