ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত   

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

সোমবার (২২জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাঝিরকান্দা-জয়পাড়া আন্তসড়কের চালনাই চকের এবিসি ইটভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ লাল মিয়া মহব্বতপুর গ্রামের চালনাই চক এলাকার শেখ আব্দুল হকের ছেলে ।

নিহতের বড় মেয়ের জামাতা মো. মামুন জানান, সোমাবার বেলা ১১টার দিকে মাঝিরকান্দা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন লালমিয়া। এবিসি ইট ভাটার সামনের রাস্তায় এলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এস আই )  সোহেল মোল্লা জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডা. নাসরুমা ইসলাম পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।