ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিলে বিষ দিয়ে মাছ শিকার করায় কিশোরকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
বিলে বিষ দিয়ে মাছ শিকার করায় কিশোরকে জরিমানা প্রতীকি ছবি

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় খালের পাড় বিলে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে মারুফ মিয়া (১৬) নামের এক কিশোরকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান এ জরিমানার আদেশ দেন।

 

এর আগে সকালে বিলে বিষ দিয়ে মাছ ধরার সময় স্থানীয় জনতা তাকে আটক করে ইউএনওর কার্যালয়ে হাজির করেন।

মারুফ মিয়া খালিয়াজুরী সদরের ভাঙাহাটি গ্রামের মাহাবুব মিয়ার ছেলে।

খালিয়াজুরী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরা আইনত অপরাধ। অথচ সম্প্রতি গোপনে কিছু অসাধু লোক খালিয়াজুরীর হাওরে একের পর এক বিভিন্ন জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরে মাছের বংশ বৃদ্ধিকে ধ্বংস করছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।