ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

পরকীয়ার দ্বন্দ্বে খুন হলেন অটোচালক সাদ্দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, জানুয়ারি ২২, ২০২৪
পরকীয়ার দ্বন্দ্বে খুন হলেন অটোচালক সাদ্দাম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর অটোররিকশাচালক সাদ্দাম হোসেন (৩০) হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২২ জানুয়ারি) রাতে জেলা শহরের ভাদুঘর এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার শচীন চাকমা।

তিনি জানান, গত শুক্রবার নবীনগরের দৌলতপুর থেকে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার ভেতর ঘাতক বাবুলকে নরসিংদী জেলার শিবপুর থানার ইটাখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বাবুল।

গ্রেপ্তার বাবুল নেত্রকোনা জেলার সদর থানার খায়ের বাংলা মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

জবানবন্দিতে ঘাতক বাবুল জানান, তার স্ত্রী শায়েস্তারার সঙ্গে নেত্রোকোনা জেলার কাদের মিয়ার পরকীয়া প্রেম ছিল। এরই ধারাবাহিকতায় শায়েস্তারা কাদের মিয়ার সঙ্গে পালিয়ে নরসিংদীতে পাড়ি জমান। পরে তিনি তার স্ত্রীকে অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে শায়েস্তারার ছোট বোন ও তার স্বামী সাদ্দামের কাছে সহযোগিতা চান। কিন্তু সাদ্দাম ও তার স্ত্রী শায়েস্তারার পক্ষ নিয়ে তাকে সহায়তা করেনি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার রাতে সাদ্দামকে একটি জমিতে ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।  

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্ররাফপুর গ্রামের বিলের জমি থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বিদ্যাকূট গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।