ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, জানুয়ারি ২২, ২০২৪
সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় গণপিটুনিতে মো. মিলন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত যুবক একজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সর্দার।

এর আগে একই এলাকায় রোববার (২১ জানুয়ারি) রাতে ডাকাত সর্দার মিলন গ্রুপের সদস্য মো. উজ্জ্বল আহাম্মেদ (২৬) ও মো. হৃদয়কে (২৩) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে ডাকাত সর্দার মিলন ও জনিসহ তিনজন স্থানীয় শাহজাহানকে (দুবাই শাজাহান) রামদা নিয়ে হামলা করে। এ সময় বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের আটক করে গণপিটুনি দিলে মিলনের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গণপিটুনির শিকার যুবককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিলনের নামে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, একই এলাকায় আরও দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।