খুলনা: তাপমাত্রার পারদ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। হিমশীতল আবহাওয়ার মাপকাঠি বলছে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে খুলনার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বাংলানিউজকে বলেন, যেসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেসব এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে সিদ্ধান্ত দেয় সরকার। সেই আলোকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৬ টায় খুলনার তাপমাত্রা ৯.৬ রেকর্ড করা হয়েছে। সেজন্য আজ থেকে (যে কয়দিন) তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না আসা পর্যন্ত খুলনা জেলার ১১ শত ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমআরএম/এমএম