ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডুবে যাওয়া ট্রলার-নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
মেঘনায় ডুবে যাওয়া ট্রলার-নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু

ভোলা: ভোলার মেঘনায় ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার কাজ শুরু হয়।

উদ্ধার কাজে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় জেলেদের প্রচেষ্টায় ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা গেলেও তা উদ্ধার হয়নি। এতে শঙ্কা বাড়ছে স্বজনদের।  

দীর্ঘ সময় পেরিয়ে যাওয়াতে নিখোঁজদের জীবিত উদ্ধার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্বজনদের দাবি দ্রুত উদ্ধার অভিযানের। উদ্ধারের ধীরগতি নিয়েও তাদের অভিযোগ রয়েছে।  

উদ্ধার অভিযান দ্রুতই চলছে বলে জানায় নৌ পুলিশ উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম। তিনি বলেন, যতদ্রুত সম্ভব উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

উল্লেখ্য গত রোববার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে তীব্র স্রোতে মেঘনার জোরখাল পয়েন্টে ডুবে যায় রাজ্জাক মাঝির পণ্যবাহী একটি ট্রলার। ট্রলারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন জীবিত উদ্ধার হলে এখনো নিখোঁজ রয়েছে দুইজন।

তারা হলেন- আব্দুর রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায়।

** ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ 

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।