ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতায় ফ্রান্স আগ্রহী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জানুয়ারি ২৩, ২০২৪
শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতায় ফ্রান্স আগ্রহী

ঢাকা: শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতায় ফ্রান্স সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত একথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ও রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতায় ফ্রান্স সরকারের অগ্রহের কথা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

মাধ্যমিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা চালু করতে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দেন মাসদুপুই। তাছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বদানকারী অন্যতম একটি দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও সদস্য। ফ্রান্স সরকার ঐতিহাসিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। বিদ্যালয় পর্যায়ে ফ্রান্সের গণিত শিক্ষা অনেক উন্নত। ফ্রান্সের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি উন্নত মানের। সারা বিশ্বে সুপরিচিত।

তিনি আরও বলেন, এভিয়েশন এবং মেরিটাইম ইউনিভার্সিটি ফ্রান্সের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারে। তাছাড়া আফ্রিকান আরব দেশগুলোয় ফরাসি ভাষা প্রচলিত আছে, নর্থ কান্ট্রিগুলোতেও পর্যটন শিল্পের জন্য ফরাসি ভাষা জানা জনবলের চাহিদা আছে। আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে ফরাসি ভাষা শিক্ষা দিতে পারি তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উচ্চশিক্ষায় ফ্রান্সের বৃত্তি বৃদ্ধি করার বিষয়ে ও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ