ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
উল্লাপাড়ায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. লাল মিয়া (৪৫) নামে এক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ দণ্ড দেন। এ সময় আদালতে আসামির উপস্থিতি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত লাল মিয়া উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।  

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে আটক করা হয়। সেসময় তার শরীর তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন পেয়ে জব্দ করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।