খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ির অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন অঞ্চলে জেলা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে কম্বল।
এদিন অসহায় দুই শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি ও সমন্বয়ক জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কাতারের সম্পাদক নুর মোহাম্মদ, ওমান প্রবাসী সিআইপি মোহাম্মদ আশরাফুর রহমান, আবদুল করীম, মোহাম্মদ মোরশেদ, পারভেজ মোহাম্মদ আমানউল্লাহ চৌধুরী ও মো. আবদুল মান্নান, কমিউনিটি সংগঠক মো. নাসির মাহমুদ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি কমল ধর ও খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান।
এ সময় পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে এ উদ্যোগ। এতে অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।
এ পর্যন্ত খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
পিডি/টিসি