ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়ির শীতার্ত মানুষের পাশে জেলা পুলিশ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, জানুয়ারি ২৪, ২০২৪
খাগড়াছড়ির শীতার্ত মানুষের পাশে জেলা পুলিশ 

খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ির অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন অঞ্চলে জেলা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে কম্বল।

এ কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষদের চট্টগ্রাম সমিতি ওমানের দেওয়া উপহারে উষ্ণতা ছড়িয়ে দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।

এদিন অসহায় দুই শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি ও  সমন্বয়ক  জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ।  

উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কাতারের সম্পাদক নুর মোহাম্মদ, ওমান প্রবাসী সিআইপি মোহাম্মদ আশরাফুর রহমান, আবদুল করীম, মোহাম্মদ মোরশেদ, পারভেজ মোহাম্মদ আমানউল্লাহ চৌধুরী ও মো. আবদুল মান্নান, কমিউনিটি সংগঠক মো. নাসির মাহমুদ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি কমল ধর ও খাগড়াছড়ি  সদর থানার ওসি তানভীর হাসান।

এ সময় পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে এ উদ্যোগ। এতে অসহায়দের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।

এ পর্যন্ত খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।