ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিউবওয়েল চুরির কথা ফাঁস করায় যুবককে ছুরিকাঘাত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
টিউবওয়েল চুরির কথা ফাঁস করায় যুবককে ছুরিকাঘাত  প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সালথায় টিউবওয়েল চুরির কথা ফাঁস করায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহত যুবকের নাম আজাদ শেখ (৩০)।

উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মান্নান শেখের ছেলে তিনি।  

স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে আজাদ শেখকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ওসি বলেন, গত ১৯ জানুয়ারি রাতে উপজেলার রায়েরচর গ্রামে ওই যুবককে ছুড়িকাঘাতে আহত করা হয়। এই ঘটনায় বাদী হয়ে স্থানীয় চার যুবককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন আহতের বাবা। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন যুবকের টিউবওয়েল চুরির ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ায় গত শুক্রবার রাতে আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে আজাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।