ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

পটুয়াখালী: দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন।

আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।  

এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম নৌবাহিনীর এড়িয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, আগামীকাল বিকেল চারটায় বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেবেন।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।