ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাংস ব্যবসায়ী খলিলকে হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
মাংস ব্যবসায়ী খলিলকে হুমকি,  জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

ঢাকা: রাজধানীর শাজাহানপুরে মাংস ব্যবসায়ী মো. খলিলকে মেসেজের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। থানায় জিডির পরে ঘটনাটি উদঘাটনের জন্য পুলিশের একটি টিম ইতোমধ্যে কাজ করছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বাংলানিউজকে এমন তথ্য জানান।

তিনি জানান, মাংস ব্যবসায়ী খলিলকে গত ১৮ জানুয়ারি ম্যাসেজ ও ফোনের মাধ্যমে হুমকি প্রদান করা হয়। এই কারণে মাংস ব্যবসায়ী খলিল নিজেই ২০ জানুয়ারি শাজাহানপুর থানায় একটি জিডি করেন।

এই ডিজির তদন্তে শাহজাহানপুর থানার পুলিশের একটি টিম কাজ করছে।

তিনি আরো জানান, কমদামে মাংস বিক্রির কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার না। তবে পুলিশ তদন্ত করছে। এছাড়া মাংস ব্যবসায়ী খলিলের সঙ্গে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিলকে এর আগেও হুমকি হয়।

বাংলাদেশ সময় ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।