ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রতিমা চুরির সময় দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, জানুয়ারি ২৫, ২০২৪
প্রতিমা চুরির সময় দুই যুবক আটক ফাইল ফটো

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে মন্দির থেকে পাথরের তৈরি প্রতিমা চুরির সময় দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ঠাকুর বাড়ি কালী মন্দির থেকে চুরির সময় আটক হন তারা।

আটকরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনসী এলাকার মৃত সালাম হাওলাদারের ছেলে দোলন হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড আউলিয়াপুর এলাকার আলমগীর খানের ছেলে আব্বাস খান।

বাকেরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, কালি মন্দির ঢুকে পাথরের তৈরি প্রতিমা চুরি করতে যান অজ্ঞাত ৭/৮ জন। এ সময় এলাকাবাসী টের পেয়ে এলাকাবাসী দুইজনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ ঘটনায় আটক দুজনসহ পালিয়ে যাওয়া সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪

এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।