রাঙামাটি: আন্তর্জাতিক যোগ দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সুস্থ দেহ, সুস্থ মন, রোগমুক্ত জীবন করতে ইয়োগা এই প্রতিপাদ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি দীপন কুমার ঘোষের সভাপতিত্বে রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক কুশল রায়, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার।
আলোচনা সভা শেষে জেলায় অনুষ্ঠিত ইয়োগা ফর চেঞ্জ ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএ