ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাঙামাটিতে সভা-সার্টিফিকেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জানুয়ারি ২৬, ২০২৪
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাঙামাটিতে সভা-সার্টিফিকেট বিতরণ

রাঙামাটি: আন্তর্জাতিক যোগ দিবসের ১০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সুস্থ দেহ, সুস্থ মন, রোগমুক্ত জীবন করতে ইয়োগা এই প্রতিপাদ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি দীপন কুমার ঘোষের সভাপতিত্বে রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক কুশল রায়, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার।

আলোচনা সভা শেষে জেলায় অনুষ্ঠিত ইয়োগা ফর চেঞ্জ ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।