ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ওরসে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জানুয়ারি ২৬, ২০২৪
ওরসে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ উপজেলায় ওরশে অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুজনের মৃত্যু হয়। এই ইউনিয়নের কাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীন শাহের মাজারে ওরস অনুষ্ঠান হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদক সেবন করেছেন।

কালাম ও আজিজ অতিরিক্ত মদ পান করে মাতলামি করছিলেন। রাত ১১টার দিকে কালাম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া অজ্ঞান অবস্থায় আজিজকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়েছে।

তবে পুলিশ এ ঘটনার খবর পায়নি বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ