ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজে পাওয়া গেল মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
ফরিদপুর বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজে পাওয়া গেল মরদেহ   ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়।

এরপর কোতোয়ালি থানার পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুললে তার ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরিহিত মরদেহের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই মরদেহটির আনুমানিক বয়স ৪৫ এর মতো হবে। তদন্ত সাপেক্ষে বিষয়টির প্রকৃত রহস্য জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।