ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুদামে মিলল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জানুয়ারি ৩০, ২০২৪
গুদামে মিলল নারীর মরদেহ প্রতীকী ফটো।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশের গুদামের বারান্দা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।



সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। গুদামের বারান্দায় রাতে ঘুমিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হয়তো তার মৃত্যু হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।