ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ওটিতে একই যন্ত্রপাতি দুইবার ব্যবহার করায় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ওটিতে একই যন্ত্রপাতি দুইবার ব্যবহার করায় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: অপারেশন থিয়েটারে একই যন্ত্রপাতি দুইবার ব্যবহারসহ নানা অনিয়মের কারণে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ এ অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্র জানায়, অনিবন্ধিত ও মানহীন ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শমরিতা হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্রপাতি ও ওষুধ পাওয়া যায় যেগুলো একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার কথা। কিন্তু ওই হাসপাতালে একই যন্ত্রপাতি দুইবার ব্যবহার এবং এক রোগীর কেনা ওষুধ আরেক রোগীর ব্যবহারের জন্য রাখা ও পরীক্ষা-নিরীক্ষায় বেশি দাম রাখার সত্যতা মিলে। এর দায়ে ভোক্তা অধিকার আইন অনুসারে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।