ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪৫ বছর পর উদ্বোধন করা হলো অপারেশন থিয়েটার (ওটি)।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়ের সফল অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়।

 

অপারেশনে অংশগ্রহণ করেন- গাইনি কনসালটেন্ট ডা. ফাহমিদা আক্তার, মেডিকেল অফিসার ডা. জিনাত সুলতানা, ডা. খালেদ হাসান, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. মফিজুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স, ওটি বয়সহ সংশ্লিষ্ট আরও অনেকেই।  

এর আগে অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।  

এ উপলক্ষে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌরসভার মেয়র হাসান সরোয়ার মহসিন, ঢাকা বিভাগের (স্বাস্থ্য) সাবেক পরিচালক ডা. মো. মমতাজুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান প্রমুখ।  

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, স্বাস্থ্য সেবাকর্মীরা সর্বদাই প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করেন। খুব অল্প কিছু ক্ষেত্রে সিজারিয়ান সেকশন লাগতে পারে, যার জন্যই ওটি প্রস্তুত রাখতে হয়।  

নিরাপদ মাতৃত্ব ও শিশুর সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর বলেও জানান সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।