ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৯

বগুড়া: বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় তাদের আটক করা হয়েছে।

 

জানা গেছে, আটকদের মধ্যে এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন, সরকারি আজিজুল হক কলেজ থেকে চারজন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, বগুড়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একজন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে একজন, বগুড়া সরকারি কলেজ থেকে একজন এবং বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে চারজন রয়েছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সবার নাম পরিচয় এখনও জানা যায়নি। তাদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪ 
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।