ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেক সফর করবেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
সাজেক সফর করবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাঙামাটি: চলতি মাসের ১০-১২ ফেব্রুয়ারি তিনদিনের জন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে অবকাশ যাপনে আসবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেন এ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশ রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে এসে পৌঁছেছে।  

এর আগে ২০২৩ সালে ২০-২২ ডিসেম্বর রাষ্ট্রপতির তিনদিনের সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।