ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় তিন ঘণ্টায় ৯৪ বাংলাদেশি আটক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
মালয়েশিয়ায় তিন ঘণ্টায় ৯৪ বাংলাদেশি আটক 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তিন ঘণ্টার অভিযানে ৫৩০ জন অভিবাসী আটক হয়েছেন, যার মধ্যে ৯৪ জন বাংলাদেশি রয়েছেন।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে এই অভিযান চালানো হয়।

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

আটকদের কাছে মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে। যে কারণে তাদের মধ্যে থেকে কতজনকে গ্রেপ্তার দেখানো হবে তা চূড়ান্ত করা হয়নি।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন এক বিবৃতিতে এসব তথ্য দেন।  

বিবৃতিতে তিনি বলেন, ‘অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করা হয়। তাদের মধ্যে ২৭৭ জন মিয়ানমারের, ৯৪ জন বাংলাদেশের, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ছয়জন পাকিস্তানের ও একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ’

এর আগে গত ২৭ জানুয়ারি ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।  

তথ্যসূত্র: দ্য স্টার

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।