ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফের সচল মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
ফের সচল মেট্রোরেল ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের সচল হয়েছে মেট্রোরেল।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিক থেকে মেট্রোরেল উত্তরার দিকে চালু হয়েছে।

ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প প‌রিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মেট্রোরেল ৪টা ১০ মিনিটের দিকে চালু হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হয়। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ ছিল।

এদিকে, মেট্রোস্টেশনগুলোর স্ক্রিনে ‘জরুরি থামার বোতাম টিপানো হয়েছিল’ লেখাটি দেখানো হয়েছে।

এরআগে, বেলা ২টা ৪৫ মিনিটের পর থেকে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

তখন ফেসবুকে আহসান হাবিব নোবেল নামে একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।

আকাশ খান নামে একজন লিখেছেন, আজ আমি দেখলাম মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকে ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।

উত্তরা স্টেশনের বোর্ডে লেখা উঠেছিল, ‘এই যাত্রাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে’।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪/আপডেট ১৬৪৪ ঘণ্টা
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।