ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের জুবাইরের বাবা আর নেই

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বাংলানিউজের জুবাইরের বাবা আর নেই

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর মোহাম্মদ জুবাইরের বাবা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

লক্ষ্মীপুর জেলার মান্দারি ইউনিয়িনের জামিরতলী এলাকার বাসিন্দা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী পেশাগত জীবনে ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ। নওগার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে এনায়েতপুর ওয়াজেদিয়া সিনিয়ির ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল ও পরে প্রিন্সিপাল ছিলেন তিনি। জীবনের ৪০ বছর সময় ইসলামী শিক্ষার প্রচার প্রসারে ব্যয় করেছেন।

তাছাড়া মহাদেবপুর উপজেলায় দুটি মাদরাসা ও দুটি মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।  

শিক্ষকতা পেশা থেকে অবসরের পর তিনি তার স্ত্রী সন্তানের সাথে রাজধানীর মিরপুরে বসবাস করতেন। সেখানেই ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  

মোহাম্মদ জুবাইরের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক লুৎফর রহমান হিমেল। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।