ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার বাংলাদেশির উঠানে আঘাত হানলো মিয়ানমারের মর্টার শেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এবার বাংলাদেশির উঠানে আঘাত হানলো মিয়ানমারের মর্টার শেল

বান্দরবান: মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও এমন ঘটনা ঘটেছে। এবারে বাংলাদেশের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।

মঙ্গলবার (০৬  ফেব্রুয়ারি) সকালে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাগানে এসে পড়ে মর্টার শেলটি।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশে দুইজন নিহত হন। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেল এসে পড়েছে। তবে এতে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।