ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে জামাল (১৮) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আমির হোসেন নামে একজনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালে আসা মুজাহিদসহ অন্যরা জানান, জামাল ওয়েল্ডিংয়ের কাজ করতেন। পরিবারের সঙ্গে থাকতেন যাত্রাবাড়ীর কাজলা শেখদি এলাকায়।

জামালকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আসাদুল্লাহ জানান, তারা কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার সিফাত নামে একজন এসে জামালকে ডেকে একটু দূরে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সিফাত, ফারদিন, শিমুল, আরাফাত, ইমনসহ আট-১০ জন মিলে জামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তারাসহ কয়েকজন সেখানে গিয়ে জড়ো হলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারামারি হয়।

গুরুতর আহত আমিরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মানিক ও জাহিদ হাসান জানান, দুই গ্রুপের সবাই একই এলাকায় থাকেন। গত পরশু তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তারা নিজেরাই সেদিন ওই ঘটনা মীমাংসা করে ফেলেন। সেই ঘটনার জের ধরে বুধবার রাতে দুই গ্রুপের আবার সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দুই গ্রুপের চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। যতটুকু হাসপাতাল থেকে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।