ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
বাংলাদেশে আশ্র‍য় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার

ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির  সদস্যদের নৌপথে ফিরিয়ে নেবে দেশটি।  

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দেশটি জাহাজ পাঠিয়ে তাদের বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া মিয়ানমারের বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি)  সে দেশের
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ের সঙ্গে ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মনোয়ার হোসেন বৈঠক করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সে সময় মিয়ানমারের সীমান্তরক্ষীদের জাহাজে করে ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মনোয়ার হোসেন বুধবার রাতে বাংলানিউজকে বলেন, বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যদের তারা জাহাজ পাঠিয়ে ফিরিয়ে নেবে। আগামীকালই তারা জাহাজ পাঠাবে বলে জানিয়েছে। কক্সবাজার থেকে তাদের ফেরত পাঠানো হবে।

সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মিদের হামলায় এ পর্যন্ত মিয়ানমার সীমান্ত বাহিনীর ৩২৮  জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয়  নিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমৈ তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে শেষ পর্যন্ত বুধবার তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়।

এর আগে মিয়ানমার থেকে মর্টার শেলের আঘাতে বাংলাদেশে এক বাংলাদেশি নারী ও এ রোহিঙ্গা শ্রমিক নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)  ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়। সে সময় এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।