ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফুটপাত দখলমুক্ত করতে ট্র্যাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
ফুটপাত দখলমুক্ত করতে ট্র্যাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

বরিশাল: নগরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলখানার মোড় থেকে নাজির পোল ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা, পিপিএম এর নির্দেশনায় এ অভিযান চলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) রুনা লায়লা বলেন, বরিশাল নগরের সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকতো। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র ও পুলিশ কমিশনারের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বিএমপি ট্র্যাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আব্দুল লতিফ, শহর পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে, আব্দুর রহিম, সার্জেন্ট বাশার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীসহ ট্র্যাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।