ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ার সীমান্তে কয়েকদিন ধরে পড়ে আছে একজনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
উখিয়ার সীমান্তে কয়েকদিন ধরে পড়ে আছে একজনের মরদেহ

কক্সবাজার: জেলার উখিয়ায় কয়েকদিন ধরে থাইংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। তবে এটি উদ্ধার করা হচ্ছে না।

মরদেহটি কোনো রোহিঙ্গা ব্যক্তির হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তে এখনও গোলাগুলি চলছে। এ জন্য সেখানে যাওয়া যাচ্ছে না। আমরা শুনেছি একটা মরদেহ পড়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি উদ্ধার করা হবে। তবে মরদেহটি কোনো রোহিঙ্গা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত বিজিপির ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু আছে। তাদের দুই ভাগে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।