কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমকূল এলাকার সবজি খেতে আরও একটি আরপিজি (রকেট গোলা) পাওয়া গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমকূলের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম তার ক্ষেতে এটি দেখতে পান।
এরআগে, শুক্রবার একই এলাকার ধানক্ষেতে একটি এবং গত বৃহস্পতিবার দুপুরে ঘুমধুমের নয়াপাড়া এলাকায় খোলা বিলে আরেকটি আরপিজি পাওয়া গিয়েছিল। এরমধ্যে নয়পাড়ার আরপিজিটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় বাসিন্দা হাফেজ রশিদ জানান, সকাল সাড়ে ছয়টার দিকে সবজিক্ষেতে কাজ করতে যান গৃহবধূ হালিমা বেগম। এ সময় তার খেতে আরপিজিটি কুড়িয়ে পান। পরে সেটি তিনি বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এটি ‘অবিস্ফোরিত’ আরপিজি বললে তিনি সেটা তুমব্রু সড়কে রেখে আসেন।
পরে তুমব্রু বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা আরপিজির দুপাশে সড়কে লাল পতাকা পুঁতে দেন।
এদিকে, টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া সীমান্তে শনিবার ভোরে আবারও গুলি-আরপিজি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দিনের বেলায় কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
আরও পড়ুন: সীমান্ত থেকে আরও একটি অবিস্ফোরিত আরপিজি উদ্ধার
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এসবি/এসআইএ