ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী আহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ফেব্রুয়ারি ১০, ২০২৪
মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী আহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়েছেন।  

শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) উপজেলার ভাটেরা রেলস্টেশন বাজার এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- সদর ইউনিয়নের ফাহাদ আহমদ (১৫), তাহসিন আহমদ (১৪) ও জলি বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস বিয়ে সংক্রান্ত ব্যাপারে ভাটেরার দিকে যাচ্ছিল। পথে ভাটেরা রেলস্টেশনের রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা দুই কিশোরসহ তিনজন আহন হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।