ফেনী: ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় বাপন মজুমদার (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনিক মজুমদার (৩৩) নামে অপর এক আরোহী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর এলাকায় তারুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে পরশুরাম থেকে ফেনী যাওয়ার সময় পথিমধ্যে তারুর দোকান নামক স্থানে এলে বাপন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সীমানা প্রাচীরে ধাক্কা লেগে এক পাশে ছিটকে পড়েন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাপনের মৃত্যু হয়। নিহত বাপনের বাড়ি ফেনী শহরের সহদেবপুর এলাকায়। তার বাবার নাম হারাধন মজুমদার। আহত অনিক হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি একই এলাকায়। তার বাবার নাম সমির মজুমদার।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এসএইচডি/আরবি