ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, অটোরিকশার চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪ এএম, ফেব্রুয়ারি ১২, ২০২৪
টঙ্গীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, অটোরিকশার চালক নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় একটি ট্রাকে ট্রেনের ধাক্কা লেগে নবীন মিয়া (২০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত নবীন মিয়া নেত্রকোনার পূর্বধলা থানার ধলা এলাকার দুদু মিয়ার ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং অতিক্রম করার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এ সময় অটোরিকশার চালক নবীন মিয়াসহ দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নবীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নবীন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ওই রেললাইনের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ব্যাপারে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আরএস/এফআর

বাংলাদেশ সময়: ১০:১৪ এএম, ফেব্রুয়ারি ১২, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।