ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।