ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ‘যুববন্ধন’  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ‘যুববন্ধন’  

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে ‘যুববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলের যুবদের অংশগ্রহণে এই যুববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার তনুশ্রী মন্ডল।

আরো উপস্থিত ছিলেন শ্যামনগর পৌরসভা ইউনিটের কো-ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিটের ফ্যাসিলিটেটর বিক্রম মন্ডল, সহ-সভাপতি হালিমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। নানা কারণে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে না বাঁচালে উপকূল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরতে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি। তাই সুন্দরবন দিবসের স্বীকৃতি দিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।