ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
পলাশে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডাংগার কাজৈর ও কাজীরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের এরিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন। অভিযানকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর নরসিংদীর ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন জানান, আজ অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরে এস্কেভেটর দিয়ে সীমানা পিলারের ৪টি পাইলিং, আধাপাকা ৩টি ঘর, ১টি টিনশেড ঘর এবং বাউন্ডারি ওয়াল ১৮০ রানিং ফুটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।