ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুশকিনের স্মৃতিতে ঢাকায় রাশিয়ান হাউজের সাহিত্য অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
পুশকিনের স্মৃতিতে ঢাকায় রাশিয়ান হাউজের সাহিত্য অনুষ্ঠান

ঢাকা: রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার সের্গেয়েভিচ পুশকিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘পুশকিন মেমোরিয়াল ডে’ উপলক্ষ্যে বিশেষ সাহিত্য অনুষ্ঠান উদ্‌যাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর তেজগাঁও কলেজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- রাশিয়ান হাউসের পরিচালক প্যাভেল দভয়চেনকভ। তিনি রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রুশ সাহিত্যের জনক লেখক আলেকজান্ডার সের্গেয়েভিচ পুশকিনের সাহিত্য ও জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় তিনি ঢাকাস্থ রাশিয়ান হাউসের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা করেন। এছাড়া প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের তরুণদের রাশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের রাশিয়ান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির সুযোগ নেওয়ার এবং রুশ ভাষা শিক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাশিয়ান হাউসের রুশ ভাষা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পুশকিন স্মৃতিতে’ রুশ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা আলেকজান্ডার সের্গেয়েভিচ পুশকিনের কিছু উল্লেখযোগ্য কবিতা রুশ, বাংলা ও ইংরেজিতে আবৃত্তি করেন। পাশাপাশি তার সাহিত্য ও সঙ্গীতের সমন্বয়ে ‘ইউজিন ওনিগিন’ নাটকের একটি অংশ বিশেষ উপস্থাপনাও করেন।

অনুষ্ঠানের শেষে রাশিয়ান হাউসের পরিচালক সব অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরো অনুষ্ঠানটি আনন্দে উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এইচএমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।