ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ঈশ্বরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পালাশকান্দায় দোকানের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আজিজুল হক হত্যাকাণ্ডের তিন বছর পর প্রধান আসামি আমিনুল ইসলাম মাখনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৪।    

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ নগরীর জেলখানা রোড এলাকা থেকে এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার আসামিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১৪।  

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক (অপরারেশন) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ২০১৪ সালের ৭ মে প্রতিপক্ষের আঘাতে নিহত হন আজিজুল হক। এ ঘটনার একদিন পর নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন। মামলা হওয়ার পর থেকেই আসামি মাখন পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের তিন বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই মামলার অন্য সব আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।