ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার টালাবহ এলাকার মৃত-ইয়াকুব মুন্সীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান এলাকার মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)।  

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চালকসহ ৫ যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পেছন থেকে একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মফজেল, জাহিদুল ইসলাম ও শতকত আলীকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।  

ঘটনার পর ট্রাক এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
আরএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।