ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাইকে তৃতীয় স্ত্রীর সঙ্গে ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাচ্ছিলেন মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
বাইকে তৃতীয় স্ত্রীর সঙ্গে ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাচ্ছিলেন মানিক

বরিশাল: মোটরসাইকেলে ব্যাগভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় বরিশালের উজিরপুরে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলা সদরের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মানিক মোল্লা (৪০) বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে। আলেয়া বেগম (৩২) আটক মানিক মোল্লার তৃতীয় স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী টোল প্লাজায় অভিযান চলছিল। তখন এক দম্পতি মোটরসাইকেলে চেপে দুটি বিশালাকৃতির ব্যাগ নিয়ে টোলপ্লাজা অতিক্রম করছিলেন। তাদের দেখে সন্দেহ হলে মোটরসাইকেল থামানো হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি জানান, আটক মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন ধরে মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। তাই আমরা তাকে নজরে রেখেছিলাম। সোমবার টোল প্লাজায় অভিযান চালিয়ে গাঁজাসহ সস্ত্রীক তাকে আটক করা হয়েছে।

এই ঘটনায় এসআই ইশতিয়াক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।