ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, গ্রেপ্তাদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি সাতজন রয়েছেন। তারা হলেন অনিক হোসেন মুন্না (২৮), আব্দুল খালেক মিলন (৫২), শান্ত হোসেন (২৬), মো. বিল্লাল হোসেন (২০), জুয়েল (২৪), রুবেল (২৪) ও মো. সুরুজ মিয়া (২৭)।  

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, রনি (২১), সাগর (২৮), রাকিব (২০), মুন্না (২৬) এবং খোকন মিয়া (৩৫)। এছাড়া ফজলে রাব্বি (২৮) নামে বমি পার্টির একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাাশি বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান (২৭), মোরশেদ (১৮), শুভ (২৭) ও কামাল (২৮) নামে চারজনকে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।